ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলির করুণ দশা। পরিসংখ্যান বলছে, ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২ হাজার ৪২৬ বৃহৎ ইচ্ছাকৃত ঋণখেলাপির মোট অনদায়ী ঋণের পরিমাণ ১ লক্ষ ৪৭ হাজার ৩৫০ কোটি টাকা। এই তথ্যকে হাতিয়ার করে শনিবার কেন্দ্রের মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন।
ব্যাঙ্কগুলির এই করুণ পরিস্থিতির জন্য মূল দায়ী অনাদায়ী ঋণের বোঝা। কেন্দ্রের সরকার গরিবদের থেকে টাকা লুঠ করে তা ধনীদেরকে দিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন তিনি।
শনিবার সন্ধ্যায় পরপর দু’টি ট্যুইটে AIBWA-র তৈরি করা ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা-সহ কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন ডেরেক। বছরের পর বছর পড়ে থাকা অনাদায়ী এই ঋণ উদ্ধার করা গেলে করোনা মহামারীর ফলে কর্মহীন পরিযায়ী শ্রমিকদেরকে স্বচ্ছন্দে কয়েক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা যেত বলে মন্তব্য করেন তিনি।
ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন AIBEA তৈরি করা ঋণখেলাপিদের একটি তালিকা ট্যুইট করেছেন ডেরেক। ওই তালিকায় দেখা যাচ্ছে, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলিতে পাঁচ কোটি বা তার বেশি টাকার ইচ্ছাকৃত ঋণখেলাপির ঘটনা ঘটেছে মোট ২ হাজার ৪২৬টি।