বিজেপির সঙ্গে রাজনৈতিক তরজার মাঝেই রাজস্থানে ক্ষমতাসীন থাকার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কদের সমর্থন রয়েছে অশোক গহলৌত সরকারের। শনিবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে এমন দাবি কংগ্রেস নেতা তথা রাজস্থানের পরিবহণমন্ত্রী প্রতাপ সিংহ খাচরিয়াবাসের।
বিজেপির সঙ্গে মিলিত হয়েই সচিন পাইলট রাজ্যে সরকার ফেলে দেওয়ার যড়যন্ত্র লিপ্ত হয়েছেন বলে আগেই অভিযোগ করেছিলেন প্রতাপ। এ দিন তিনি বলেন, “সরকার ধরে রাখতে আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যা রয়েছে।” পরিবহণমন্ত্রীর ঘোষণা, পাইলট-শিবিরে যোগ দেওয়া বিদ্রোহী বিধায়কেরা গহলৌত-শিবিরে ফিরে আসতে চাইলে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করা হবে। সেই সঙ্গে তাঁর মন্তব্য, “যাঁরা বিজেপি শিবিরে যোগ দেবেন, রাজস্থানের মানুষ তাঁদের ক্ষমা করবেন না।”
সাংবাদিক সম্মেলনে পরিবহণমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সচিন পাইলটের জায়গায় সদ্য রাজস্থান কংগ্রেসের সভাপতি পদে আসা গোবিন্দ সিংহ ডোটাসরা। পরিবহণমন্ত্রীর মতোই আক্রমণাত্মক ছিলেন তিনিও। তাঁর অভিযোগ, মানেসরের রিসর্ট থেকে শুক্রবার সচিন-সহ ১৯ বিধায়ককে পালিয়ে যেতে সাহায্য করেছে বিজেপি-শাসিত হরিয়ানার পুলিশ। তাঁর দাবি, “মানেসরের রিসর্টে পৌঁছলে রাজস্থানের পুলিশের বিশেষ দলকে অপেক্ষা করিয়ে রাখে হরিয়ানা পুলিশ। সে সময় রিসর্টের একটি গোপন দরজা দিয়ে বিধায়কদের সরিয়ে দেওয়া হয়।”