অলিম্পিক্সের প্রস্তুতির জন্য দ্যুতি চন্দকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে বলে পাল্টা বিবৃতি দিয়ে জানাল উড়িষ্যা সরকার। দ্যুতির আর্থিক অনটন নিয়ে বিতর্কের ঝড় ওঠার মধ্যে সরকারের পক্ষে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।
আর্থিক সমস্যার কথা জানিয়ে টোকিও অলিম্পিক্সের প্রস্তুতির জন্য গত সপ্তাহেই তাঁর বিএমডব্লিউ গাড়ি বিক্রি করার কথা ঘোষণা করেছিলেন ফেসবুকে। তার পরেই বিবৃতি পাল্টে তিনি বলেন, ‘‘গাড়ি বিক্রি করছি না।’’
উড়িষ্যা সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগ বিবৃতি দিয়ে বলেছে, ‘‘২০১৫ সাল থেকে এ পর্যন্ত দ্যুতিকে ৪.০৯ কোটি টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে ৩ কোটি টাকা এশিয়ান গেমসে জোড়া পদকের জন্য। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত প্রস্তুতি এবং আর্থিক সাহায্যের জন্য ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। টোকিও অলিম্পিক্সের প্রস্তুতির জন্যও ৫০ লক্ষ টাকা দুই কিস্তিতে দেওয়া হয়েছে।’’
এই বিষয়ে দ্যুতি বলেন, ‘‘ওরা গত জুলাইয়ে যে ৫০ লক্ষ টাকা দিয়েছিল তা এক বছরের জন্য। মাসে কোচ, ফিজিয়ো রেখে অনুশীলন করতে চার লক্ষ টাকা খরচ। এখন সেই টাকা শেষ। সরকারের এই পদক্ষেপে মর্মাহত হলাম। ওরা যে টাকার অঙ্কের কথা বলেছে, তা সব ক্ষেত্রে ঠিক নয়। আমার বন্ধু পি ভি সিন্ধুকে ওর রাজ্য এর চেয়েও বেশি আর্থিক সাহায্য করেছিল। এ ভাবে প্রকাশ্যে কেউ বলে?’’