দিনের পর দিন যেমন আরও বেলাগাম হয়ে উঠছে করোনা ভাইরাস, ঠিক তেমনই কোভিড-১৯ চিকিৎসায় বিভিন্ন রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধেও নানা গাফিলতির অভিযোগ উঠছে। এবার এমনই ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত আসাম। কোভিড চিকিৎসা কেন্দ্রে জল নেই। খাবার নেই। শয্যার অবস্থাও তথৈবচ। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার জাতীয় সড়ক অবরোধে বসলেন অন্তত ১০০ জন কোভিড রোগী। ঘটনাটি ঘটেছে আসামের কামরূপ জেলায়।
স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে ওঠেন সাধারণ মানুষ। এরপর খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং কামরূপের ডেপুটি কমিশনার কৈলাস কার্তিক। ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে রোগীদের সরে যেতে আর্জি জানান তিনি। তাঁদের ফের চাঙ্গসারি কোভিড চিকিৎসা কেন্দ্রে ফিরে আলোচনায় বসতে বলেন। ডেপুটি কমিশনারের কথায়, আলোচনার মাধ্যমেই একমাত্র সমস্যার সমাধান হতে পারে। যদিও এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, ব্যবস্থা পছন্দ না হলে বাড়ি ফিরে যান।