করোনা পরিস্থিতি কিংবা অর্থনৈতিক অবস্থা নিয়ে নয়, এবার প্রধানমন্ত্রীর একটা মন্তব্য নিয়ে তাঁকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। মোদীকে মিথ্যেবাদী বলে আখ্যা দিলেন কংগ্রেস নেতা।
গতকাল মধ্যপ্রদেশের রেওয়াতে এক সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ৭৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। তারপর বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ‘আজ একটা ইতিহাস তৈরি হল। এতদিন রেওয়া নর্মদা নদী ও সাদা বাঘের জন্যই পরিচিত ছিল। কিন্তু এবার থেকে আরও একটা কারণে সবাই রেওয়াকে চিনবে। এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে রেওয়াতে।’ মোদীর এই ‘এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র’ কথাটিকে কটাক্ষ করেছেন রাহুল।
টুইটারে প্রধানমন্ত্রীর টুইটের জবাবে তিনি লেখেন, ‘অসত্যাগ্রহী’। এই কথার মানে করলে দাঁড়ায়, যিনি কষ্ট করে অর্জন করা সত্যিতে বিশ্বাস করেন না। রাহুলের এই টুইটের পরে কর্নাটকের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমারও মোদীকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীকে জবাব দিতে হবে কী ভাবে কেন্দ্রীয় সরকার দাবি করে রেওয়াতে ৭৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র এশিয়ার মধ্যে সবথেকে বড়। কারণ দু’বছর আগে কর্নাটকের পাভাগাড়া পার্কে ২০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে।’ সরকারের বা বিজেপির তরফে রাহুল গান্ধী কিংবা কংগ্রেসের এই কটাক্ষের কোনও জবাব এখনও পর্যন্ত দেওয়া হয়নি।