বাম আমলে রাজ্যের পঞ্চায়েতগুলি ১০০ শতাংশ দুর্নীতিগ্রস্ত ছিল৷ বর্তমান সরকারের আমলে তার ৯০ শতাংশই কমানো সম্ভব হয়েছে৷ এভাবেই উম্পুনের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার হাজরায় কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘পঞ্চায়েতে দুর্নীতি বাম আমলের অভ্যাস, সারতে সময় লাগবে৷’
ত্রাণ দুর্নীতির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ করেন, উম্পুনের ক্ষতিপূরণ ও ত্রাণ বিলি নিয়ে রাজনৈতিক স্বার্থেই অভিযোগ তুলছেন বিরোধীরা৷ মমতার কথায়, ‘সিপিএমের আমলে পঞ্চায়েতে ১০০ শতাংশ চুরি হতো৷ আমরা তো ৯০ শতাংশই আটকাতে পেরেছি৷ কারণ দুর্নীতির অভিযোগ পেলে আমি নিজের দলকেও ছাড়ি না৷ একবারে তো সব চোরকে উৎখাত করা সম্ভব নয়৷ মানুষের টাকা যাতে কেউ না নেয়, এটাই আমাদের নির্দেশ৷ অভিযোগ পেলেই পুলিশ এফআইআর করছে৷ কোথাও কোথাও হয়তো ৭-৮ শতাংশ আছে, সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে৷ এই মেকানিজমটা সিপিএম ৩৪ বছর ধরে তৈরি করেছে৷ আর সেটা বন্ধ করতে আমি দিন রাত লড়াই করছি৷’
শাসক দল এবং প্রশাসন কড়া হওয়ার পরই বহু জায়গায় অন্যায্য ভাবে নেওয়া সরকারি ক্ষতিপূরণের টাকা ফেরত দিয়েছেন অনেকেই৷ সেই তালিকায় রয়েছেন শাসক দলের নেতা কর্মীরাও৷ এ দিন মুখ্যমন্ত্রী ফের একবার বুঝিয়ে দিয়েছেন, দুর্নীতির অভিযোগ উঠলে দলের কাউকেই রেয়াত করা হবে না৷