বাংলা জুড়ে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া রং। বিভিন্ন জায়গায় গেরুয়া শিবির ছেড়ে মানুষ যোগদান করছেন তৃণমূলে। পুরুলিয়াতে এই ভাবে বিজেপি শিবির প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে।
পুরুলিয়ার বলরামপুরের ডাভা গ্রামের প্রায় ৫০টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন জেলা সহ–সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো–সহ তৃণমূলের বলরামপুরের নেতা–কর্মীরা।
অন্যদিকে পুরুলিয়ার বাঘমুন্ডিতে বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি কিশোরবরণ কুমার–সহ প্রায় ২৫০ জন যুব কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। কংগ্রেস–সহ বিভিন্ন দল থেকেও তৃণমূলে যোগ দিয়েছেন অনেকে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন যুব তৃণমূলের সভাপতি সুশান্ত মাহাতো। শনিবার রাতেই জেলার দলীয় পর্যবেক্ষক মলয় ঘটক ও জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর নেতৃত্বে পুরুলিয়ার আড়ষা পঞ্চায়েত সমিতির ৭ বিজেপি সদস্য যোগ দেন তৃণমূলে। রঘুনাথপুরের একটি সরকারি অতিথিশালায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিরাম মাহাতো।
শনিবারের এই যোগদান পর্বের শেষে মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেছেন, ‘পুরুলিয়ার বলরামপুরের ডাভা গ্রামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিজেপি অযথা রাজনীতি করেছে। এমনকী বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পুরুলিয়া এসে ওই ঘটনায় রাজনীতি করেছেন। তবে এতদিনে মানুষ আসলটা বুঝতে পেরে ফের তৃণমূলে ফিরে এসেছেন।’