আগে শোনা গিয়েছিল, যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের অনেকে কোনও গন্ধ পাচ্ছেন না। এবার শোনা গেল, করোনা সেরে যাওয়ার পরেও গন্ধ পাওয়ার ক্ষমতা ফিরে পাচ্ছেন না কেউ কেউ। এই রোগের নাম অ্যানোসমিয়া। করোনা সেরে যাওয়ার পরেও এই অক্ষমতা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে অনেককে।
প্যারিসে হসপিটাল ফাউন্ডেশন রথসচাইল্ড-এর ডাক্তার অ্যালাইন কোরি বলেন, ঘ্রাণশক্তি হারালে খাবারের স্বাদ পেতেও সমস্যা হবে। নানা কারণেই মানুষ অ্যানোসমিয়ায় আক্রান্ত হতে পারে। ক্রনিক রাইনাইটিস, ডায়াবেটিস বা অ্যালঝাইমার্সেও মানুষ ঘ্রাণশক্তি হারায়। তাঁর কথায়, “মানুষ ঘ্রাণশক্তি হারালে তাঁর জীবনধারণের মান নেমে যায়। সে বিষণ্ণতায় ভুগতে থাকে।”
জঁ মিশেল মেইলারড নামে এক করোনা থেকে সেরে ওঠা ব্যক্তি জানিয়েছেন, অ্যানোসমিয়া নিয়েই এখন আমাকে বেঁচে থাকতে হচ্ছে। তিনি অ্যানোসমি ডট ওআরজি নামে এক গ্রুপের সভাপতি। করোনা রোগে আক্রান্ত হয়ে যাঁরা ঘ্রাণশক্তি হারিয়েছেন, ওই গ্রুপ তাঁদের সাহায্য করে।
মেইলারড বলেন, “কেউ যদি অ্যানোসমিয়ায় আক্রান্ত হন, তাহলে সকালে কফির গন্ধ পাবেন না, বাগানে ঘাসের গন্ধ পাবেন না, এমনকি স্নান করার সময় সাবানেরও গন্ধ পাবেন না। ঘ্রাণশক্তি যে কত প্রয়োজনীয় তা অ্যানোসমিয়া হলে টের পাওয়া যায়।”