কুখ্যাত ডন বিকাশ দুবে-কে ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন কানপুরের আট পুলিশকর্মী। এরপর থেকে দুর্বিষহ হয়ে উঠেছে কুখ্যাত ওই গ্যাংস্টারের পরিবারের বাকি সদস্যদের জীবন। ছেলের কথা বলতে গিয়ে চোখে জল আসলেও তার অন্যায়ের জন্য কঠিন শাস্তি চাইছেন সরলা দেবী। বলছেন, পুলিশকর্মীদের প্রাণের বদলে আমার ছেলেকে মেরে ফেলা হোক।
তিনি বলছেন, “বিকাশের উচিত পুলিশের কাছে আত্মসমপর্ণ করা। তা না করে ও যদি আরও বড় অপরাধ করতে থাকে তাহলে পুলিশ ওকে এনকাউন্টারে মেরে দিক। আমি তো বলব পুলিশ যদি ওকে ধরতেও পারে তাহলেও মেরে দিক। কারণ, ও যা করেছে তা খুব বড় অন্যায়”।
নিজের ছেলের জীবন এত ভয়ানক হওয়ার জন্য রাজনৈতিক নেতাদের দায়ী করেন তিনি। বলেন, ‘বিকাশ বিধায়ক হতে চেয়েছিল। তাই নির্বাচনে জয়ী হওয়ার জন্য রাজ্যের তৎকালীন বিজেপি বিধায়ক ও মন্ত্রী সন্তোষ শুক্লাকে খুন করে। এরপর থেকে আর বাড়ির সঙ্গে সেভাবে যোগাযোগ রাখত না। চার মাস আগে শেষবার ওর সঙ্গে আমার দেখা হয়েছে। বিকাশের জন্য পরিবারের এত বদনাম হয়েছে যে আমি গ্রামে থাকতে পারি না। ছোট ছেলের সঙ্গে লখনউতে থাকি। এখানেও বিকাশের জন্য পদে পদে হেনস্তা হতে হচ্ছে আমাদের।’
প্রতিবেশীদের কটাক্ষের পাশাপাশি রয়েছে পুলিশের জেরা। ফলে পদে পদে সম্মান খোয়াতে হচ্ছে বিকাশ দুবের মা-সহ অন্যদের। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে মা হয়েও ছেলের মৃত্যুকামনা করছেন বিকাশের মা সরলা দেবী।