করোনা সংক্রমণ রোধ করতে দেশজুড়ে জারি লকডাউন। আর তাই অন্যান্য গণপরিবহণের মত বন্ধ মেট্রো পরিষেবাও। তবে এর মধ্যেই টাকার সমস্যা মিটতে প্রাণ ফিরে পেল নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের মধ্যে প্রস্তাবিত মেট্রো পথ। এই মেট্রো করিডোরের জন্য ৫২৭ কোটি টাকা অনুমোদন করল রেল বোর্ড।
প্রসঙ্গত, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট, এটিই এখনও পর্যন্ত শহরের দীর্ঘতম মেট্রো করিডোর। এই মেট্রো করিডোরের সিটি সেন্টার ২ থেকে এয়ারপোর্ট পর্যন্ত ৩.৬ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত মেট্রো পথের জন্য এই ৫২৭ কোটি টাকা অনুমোদন করেছে রেলবোর্ড। ভিআইপি রোডের পাশ দিয়ে এয়ারপোর্ট অথরিটির জমিতে ফ্লাইওভার তৈরি করে এবার এই পথে ছুটবে মেট্রো রেল। এয়ারপোর্ট স্টেশনটি অবশ্য হবে মাটির নীচে। স্টেশনে ঢোকার আগে ট্রেন পাতালে প্রবেশ করবে। এই এয়ারপোর্ট স্টেশন থেকেই মেট্রোর আরও একটি লাইন যাবে নোয়পাড়া-এয়ারপোর্ট মেট্রোর দিকে।
আগামী ৩০ জুলাই এই মেট্রোপথের কাজের জন্য টেন্ডার ডাকা হবে। রাজ্যের পিডাব্লুডি আগেই জানিয়েছিল যে ভিআইপি রোডের সমান্তরালে ফ্লাইওভার তৈরি করে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চালানো যেতে পারে। ফ্লাইওভার তৈরির জন্য জমির সমস্যাই তখন প্রধান হয়ে দাঁড়ায়। রাজ্য সরকারের অনুরোধে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ভিআইপি রোডের ধারে তাদের জমির বাইরের দিকের কিছুটা অংশ ফ্লাইওভার নির্মাণের জন্য দিতে সম্মত হয়। কিন্তু এর ফলে খরচ বেড়ে যায় অনেকটাই।
এবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনার পর এই প্রস্তাবিত মেট্রো পথের জন্য ৫২৭ কোটি টাকা দিতে সম্মত হল রেলবোর্ড। এর ফলে সিটি সেন্টার ২ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর প্রকল্পে আর কোনও বড় বাধা রইল না। সেই কারণেই এবার টেন্ডারের ডাক দেওয়া হয়েছে। আগের চুক্তির সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তাই নতুন করে টেন্ডার ডেকে চুক্তি চূড়ান্ত করা হবে। এবার আরও তাড়াতাড়ি কাজ এগোবে বলে আশা করা হচ্ছে।