ক্ষতি না হলেও মিলছে আর্থিক সাহায্য। এবার উম্পুনের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে নাম জড়াল বিজেপির।
সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার কালিয়ারা পঞ্চায়েতের বিজেপি নেতানেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সেই অভিযোগের তালিকাতে নাম জুড়ল হুগলীর পাণ্ডুয়ার বেলুন ধামাসীন পঞ্চায়েতের দুই বিজেপি সদস্যেরও। অভিযোগ, তাঁরা আমফানের ত্রাণ নিয়ে স্বজনপোষণ করেছেন। ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতি না হওয়া সত্ত্বেও আর্থিক সাহায্য পাচ্ছেন অনেকেই।
এর প্রতিবাদে তৃণমূলের তরফে একটি মিছিলও করা হয়। ‘দুর্নীতি’তে নাম জড়ানো গেরুয়া শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে বলে মিছিল থেকে দাবিও ওঠে। মিছিলকারীদের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকরা ওই মিছিলে হামলা চালায়। মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজন হামলায় জখম হয়েছেন বলেই অভিযোগ। আবার এদিকে, দুর্নীতি প্রসঙ্গে নাম জড়িয়েছে সিপিএমেরও। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার রাধাকান্তপুরে সিপিএম পরিচালিত পঞ্চায়েতও উম্পুনের ত্রাণ বিলি নিয়ে দুর্নীতি করছে।