সামান্য উপসর্গযুক্ত কোভিড রোগীদের জন্য সেফ হোম চালু করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রদপ্তর একটি টুইট করে এই খবর জানায়।ইতিমধ্যে এই চালু করা হল বলে এদিন টুইট করে জানিয়েছে স্বরাষ্ট্রদফতর। টুইটে জানান হয়েছে, “এটি একটি উদ্ভাবনী, পথ প্রদর্শক এবং অনন্য ভাবনা।”
কি এই সেভ হোম? আসলে কোভিড পজিটিভ হলেও অনেক রোগীই নিজের খরচে বা নিজেদের সুবিধামতো বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা করতে পারেন না। তাদের জন্যই বিনামূল্যে কোভিড হাসপাতাল লাগোয়া এলাকায় আইসোলেশন-সহ থাকা, খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যাকে সেফ হোম নাম দেওয়া হয়েছে।
স্বাস্থ্যদফতরের তরফে ৬ হাজার ৯০৮ শয্যার ১০৬টি সেফ হোম তৈরি করা হয়েছে। যেখান থেকে কোনও আপৎকালীন পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব।
রাজ্য সরকারের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, মৃদু উপসর্গযুক্ত রোগীদের হাসপাতালে ভরতি হওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই। এবার তাঁদের জন্য নয়া ব্যবস্থা রাজ্যের। তৈরি করা হয়েছে সেফ হোম সেন্টার। সেখানে একেবারেই মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের রাখা হবে। চিকিৎসকরাই তাঁদের চিকিৎসা করবেন।