লাদাখে চীনা আগ্রাসন নিয়ে ফের প্রধানমন্ত্রীকে একহাত নিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে লাদাখের বাসিন্দাদের করা ভিডিও পোস্ট করেছেন রাহুল। যেখানে লাদাখের ভূখণ্ড চীন দখল করে নিচ্ছে বলে অভিযোগ করেছেন সেখানকার কিছু বাসিন্দা। সেই ভিডিও পোস্ট করে টুইটার হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘কেউ তো একজন মিথ্যা বলছেনই!’ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকার বারবার দাবি করেছেন ভারতীয় ভূখণ্ড কেউ দখল করেনি। সেই প্রসঙ্গ টেনেই এদিন কংগ্রেসের প্রাক্তন সভাপতি কটাক্ষ করলেন।
ভারত-চীন লাদাখ সীমান্তে উত্তেজনা অব্যাহত। ৪৫ বছর পর চীনা হামলায় শহিদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান। যা নিয়ে গোটা দেশে ক্ষোভের পারদ চড়ছে। উত্তাল রাজনীতিও। এমন পরিস্থিতিতেই সেনা জওয়ানদের মনোবল বাড়াতে শুক্রবারই লেহ গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। এমন দিনেই মোদীকে ফের নিশানা করছেন রাহুল।
এদিন সকালে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন রাহুল। সেই ভিডিওতে লাদাখের একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন, চীনা ফৌজ লাদাখের একাধিক জমি দখল করছে। তাঁরা ভারতের সীমা ছাড়িয়ে ভিতরে ঢুকে এসেছে। জোর করে জমি দখল করছে তারা। কিন্তু কেন্দ্র বরাবর দাবি করে এসেছে, ভারতের সীমা কেউ লঙ্ঘন করেনি। চীনা ফৌজ ভারতীয় সীমায় ঢোকেনি। তাঁদের এই দাবিকে ঘিরে ইতিমধ্যে প্রচুর জলঘোলা হয়েছে। এবার সেই বিষয়টি টুইটে তুলে ধরে রাহুল লেখেন, ‘লাদাখবাসী বলছেন, চীন আমাদের জমি দখল করেছে। প্রধানমন্ত্রী বলছেন, কেউ আমাদের জমি দখল করেনি। কেউ তো একজন মিথ্যা বলছেন।’ তবে এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রী-সহ কেন্দ্র সরকারকে তুলোধোনা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।