২১ জুলাই শহীদ দিবসের কর্মসূচি নিয়ে আজকের বৈঠক হওয়ার কথা থাকলেও, একই সাথে ভিডিও বৈঠকে আগামী বিধানসভা ভোটের প্রস্তুতিও খানিকটা সেরে রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একইসঙ্গে দলীয় নেতাদের পরিষ্কার বার্তা দিলেন। তিনি বলেন, “বিজেপি নেতারা রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। আপনারা ঘরে চুপচাপ বসে আছেন কেন? আগামী ৬-১৩ জুলাই কর্মসূচি নিজেদের এলাকায় পালন করুন প্রত্যেকে। আগামী বিধানসভা নির্বাচনে প্রত্যেক বিধায়ককে নিজের বিধানসভায় জিততেই হবে।”
শুক্রবার বিকেলে বসেছিল ওই বৈঠক। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের নিচুতলার নেতাদের দুর্নীতিতে যুক্ত থাকার বিষয়টি নিয়ে বেশ কিছুটা উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, “উম্পুন ঝড়ের দুর্যোগ ও ত্রাণ নিয়ে যারা দুর্নীতি করেছেন, তাঁদের কোনওভাবে রেয়াত করা হবে না। প্রধান হোক বা পঞ্চায়েত সমিতির সভাপতি, দুর্নীতির প্রমাণ হলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবেই। কেউ যেন তাদের বাঁচানোর চেষ্টা না করেন।” একইসঙ্গে দুর্নীতিবাজ নেতাদের উদ্দেশে জানিয়ে দেন, “আমার দলে কর্মীরাই সম্পদ। যাঁরা ভাবছেন দুর্নীতি করে দলকে বদনাম করবেন, তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে। তৃণমূল দুর্নীতির সঙ্গে কখনোই আপস করবে না।”
একইসঙ্গে নেতাদের রীতিমতো হোমটাস্ক দিয়েছেন তিনি। বিশেষত বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, “৬-১৩ জুলাই কর্মসূচি দিয়ে দেবে দল। তা নিজের এলাকায় এলাকায় পালন করতে হবে বিধায়কদের।” বিধানসভা জিততে যে বিধায়কদেরই এখন এগিয়ে আসার সময়, তা স্মরণ করিয়ে তৃণমূল নেত্রীর নির্দেশ, “রেল ও কয়লার বেসরকারিকরণের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিচ্ছে, তা যে সম্পূর্ণ জনবিরোধী, তা সাধারণ মানুষকে বোঝাতে হবে। এলাকার মানুষের কাছে গিয়ে বলতে হবে, রাজ্য সরকার কী কাজ করেছে। কেন্দ্রীয় সরকার কী ভাবে রাজ্যকে বঞ্চনা করছে।” তবে একই সাথে করোনা পরিস্থিতিতে নেতাদেরও যে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে তাও উল্লেখ করেছেন তিনি।