করোনা পরবর্তীতে সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ক্রিকেটের নিয়মে নানা বদল আনতে চলেছে আইসিসি। যেমন বলে থুতু বা লালার ব্যবহার নিষিদ্ধ। তেমনই করোনা পরবর্তী ক্রিকেটে বদলে যাচ্ছে সেলিব্রেশনের ধরণ।
ক্রিকেট মাঠে হ্যান্ডশেক, কোলাকুলি, জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ এখন অতীত। করোনা পরবর্তী সেলিব্রেশন কেমন হবে দেখিয়ে দিলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।
ইংল্যান্ড ক্রিকেট দল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে টিম স্টোকস বনাম টিম বাটলার মুখোমুখি হয়েছিল।
সেখানেই জো ডেনলিকে আউট করেন জেমস অ্যান্ডারসন। তারপরেই কনুই দিয়ে সেলিব্রেশন শুরু হয় তাদের। যদিও উইকেটকিপার বেন ফোকস দৌড়ে এসে হাই ফাইভের জন্য হাত তুলেছিলেন, কিন্তু তারপরেই তা নামিয়ে নেন। কারণ, করোনাকালে নতুন নিয়ম।
৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। এর জন্যই প্রস্তুতিতে নেমেছিলেন ইংল্যান্ড ক্রিকেট দল। করোনা পরবর্তী সময়ে প্রায় তিন মাসের ওপর বন্ধ ক্রিকেট। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।