কলকাতার ৮টি ব্রিজ জরুরি মেরামতির সিদ্ধান্ত নিল কেএমডিএ। বাঘাযতীন, চিংড়িঘাটা ও কালীঘাট উড়ালপুলের পরিকাঠামো দূর্বল থাকায় জরুরি মেরামতি শুরুর সিদ্ধান্ত নিল। এছাড়া ‘স্বাস্থ্যপরীক্ষা’ করা শিয়ালদহ, বিজন সেতু, উল্টোডাঙা, অরবিন্দ সেতু-সহ অন্য পাঁচটি উড়ালপুলও সংস্কার করবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।
এরমধ্যে বাঘাযতীনে রেললাইনের উপরে ২০০০ ও ২০১০ সালে তৈরি দু’টি পৃথক ব্রিজের নির্মানেই বড়মাপের গলদ রয়েছে। বস্তুত সেই কারণে রেললাইনের উপরের ব্যস্ততম উড়ালপুল না ভেঙে একাধিক নতুন পিলার দিয়ে নতুন চেহারা দেওয়া হবে বলে বৃহস্পতিবার কেএমডিএ চেয়ারম্যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।
জানা গেছে, আগামী মাস থেকেই পর্যায়ক্রমে ব্রিজগুলির মেরামতির কাজ শুরু হবে। কলকাতার পুরোনো সমস্ত উড়ালপুলের ‘স্বাস্থ্যপরীক্ষা’র জন্য বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করে নগরোন্নয়ন দফতর। এর মধ্যে আটটি উড়ালপুল শহরের পরিকাঠামোর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ও যানবাহনের ভার সামাল দিতে দ্রুত মেরামতি জরুরি বলেই কেএমডিএ-এর চেয়ারম্যানকে রিপোর্ট দেয় বিশেষজ্ঞ কমিটি।
পুরমন্ত্রী ফিরহাদ জানান, “শিয়ালদহ, বিজন সেতু-সহ পাঁচটি ব্রিজ সামান্য মেরামতি করলেই আপাতত কোনও ঝুঁকি থাকবে না। কিন্তু কালীঘাট ব্রিজটি প্রায় ৫০ বছরের বেশি পুরোনো। সেটির খোলনলচে কিছুটা বদলে দিয়ে মেরামতি করবেন ইঞ্জিনিয়াররা। চিংড়িঘাটাতেও দু’টি বাঁকে সামান্য ত্রুটি রয়েছে। সেই ত্রুটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়র দিয়ে কিভাবে মেরামত করা হবে তা নিয়ে বৈঠকে বিস্তারিত কথা হয়েছে।”