এবি ডেভিলিয়ার্সের চোখে সেরা আইপিএল দল কেমন হবে? ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে আলোচনায় সেই দল বেছে নিলেন এবি। নিয়ম মেনেই দলে চার বিদেশি। জানা গেল এবি ব্যাট করবেন চার নম্বরে।
দলের অধিনায়ক ধোনি। দলের ওপেনিংয়ে রেখেছেন দিল্লীতে তাঁর সতীর্থ বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে রোহিত শর্মাকে। তিন নম্বরে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে রেখেছেন। চার নম্বরে নিজে ব্যাটিং করবেন। পাঁচে বেন স্টোকস। ছয় নম্বরে মহেন্দ্র সিং ধোনি। দলের অধিনায়কও তিনিই।
ডেভিলিয়ার্সের দলে তিনি ছাড়া বাকি বিদেশিরা হলেন বেন স্টোকস, রশিদ খান এবং কাগিসো রাবাদা। তবে চার নম্বরে নিজেকে ছাড়াও স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনকে পরিবর্ত হিসেবে রেখেছেন।
সাত নম্বরে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আটে স্পিনার রশিদ খান। দলের তিন পেসাররা হলেন ভুবি, রাবাদা, বুমরাহ।