দুর্নীতি যেন গেরুয়া শিবিরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে। এবার ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতা জেলা সভাপতি তথা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ উঠল বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি তথা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার হরিদেবপুর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক প্রাক্তন মহিলা বিজেপি কর্মী।
হরিদেবপুর থানা এলাকার মতিলাল গুপ্ত রোডের বাসিন্দা অভিযোগকারিণী ওই মহিলার দাবি, ২০১৫ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরই সোমনাথ বাবু সঙ্গে তার পরিচয় এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে দুজনের মধ্যে। অভিযোগ, তাকে বিয়ের প্রতিশ্রুতির পাশাপাশি দলের উচ্চ নেতৃত্বর কাছে তার নাম সুপারিশ করে নিজের প্রভাব খাটিয়ে উচ্চপদ পাইয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিশ্রুতি মতো বিজেপির শিক্ষক সেলের কনভেনার পদেও বসানো হয়েছিল তাকে। যদিও বছর দুয়েকের মধ্যেই জেলা সভাপতির সঙ্গে তার সম্পর্কের কথা জানাজানি হতেই, তাকে ওই পদ থেকে ইস্তফা দিতে চাপ দেওয়া হয় বলেও দাবী অভিযোগকারিণীর। হরিদেবপুর থানায় লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রায় চার বছর তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন অভিযুক্ত বিজেপি নেতা। একই সঙ্গে বিভিন্ন আছিলায় অভিযুক্ত তার থেকে প্রায় ৫০ হাজার টাকা নিয়েছিলেন বলেও অভিযোগপত্রে পুলিশের কাছে দাবি করেছেন অভিযোগকারিণী মহিলা।
অভিযোগকারিণী মহিলার দাবি, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে দিনের পর দিন প্রতারণা করা হয়, এমনকি একাধিকবার তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন তৎকালীন দক্ষিণ কলকাতা শহরতলির জেলা সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়। বিজেপির সাংগঠনিক জেলা হিসেবে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ কলকাতা শহরতলী একসাথে মিশে যাওয়ার পর বর্তমানে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি পদে রয়েছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। নিজের বিরুদ্ধে অভিযোগ শুনে পুরোটাকে “রূপকথার গল্প” বলেই দাবি অভিযুক্ত বিজেপি নেতার। পাশাপাশি মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে দাবি করে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়।