করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। করোনা থেকে রোগীদের সেরে ওঠার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। বুধবার সকাল ৯টায় পাওয়া স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গোটা রাজ্যে এখনও পর্যন্ত সাড়ে ১২ হাজার করোনা রোগী হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। যার মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেই সুস্থ হয়েছেন ১০০০ এর বেশি রোগী।
মেডিকেল কলেজের নতুন বিল্ডিং কোভিড চিকিৎসার জন্য উৎসর্গ করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনশো’র বেশি বেড ছিল। করোনা মামলায় বিশেষ বাড়াবাড়ি হবার আগেই রাজ্য সরকারের এই সুপরিকল্পিত পদক্ষেপ প্রাণ বাঁচিয়ে ছিল বহু মানুষের।
বর্তমানে সুস্থতার হারে গোটা দেশে পশ্চিমবঙ্গের অবস্থা বেশ সন্তোষজনক জায়গায় বলা চলে। মৃত্যুর হার রাশ টানা প্রয়োজন হলেও জাতীয় হারের তুলনায় রাজ্যে সুস্থতার হার বেশি। বুধবার পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ। যা দেশে সুস্থতার হারে সেরা ১৫টি রাজ্যের মধ্যে রয়েছে।