ভূস্বর্গে ফের গুলির লড়াই। মঙ্গলবার সকালে ফের নিরাপত্তারক্ষী ও জঙ্গীদের গুলির লড়াইয়ের জেরে উত্তেজনা তৈরি হল ভূস্বর্গে। সাতসকালে খতম হল ২ জঙ্গী৷ গত শুক্রবার এক সিআরপিএফ জওয়ান ও ৬ বছরের শিশু খুন করে ছিল তারা। এনকাউন্টারের সময় ঘটনাস্থল থেকে ইসলামিক স্টেট অফ জম্মু ও কাশ্মীর-এর এক জঙ্গী পালিয়েছে। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।
মঙ্গলবার সকালে বিশেষ সূত্রে খবর আসে, অনন্তনাগের ওয়াগামা গ্রামে জাহিদ-সহ তিন জঙ্গী লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে অভিয়ান চালায় কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথবাহিনী। তাদের দেখে গ্রামের পাশে থাকা জঙ্গলে লুকিয়ে পড়ে জঙ্গীরা। সেখানেই গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই জঙ্গীর।