গত ২৫ মার্চই রাজ্যের পরিবেশ দফতর বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে সমস্ত ধরনের মাঞ্জায় নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার সে পথে হেঁটেই সিন্থেটিক ও এমনি ঘুড়ির সুতোয় চীনা-সহ সমস্ত মাঞ্জা নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার শুনানির শেষে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে আদালত।
প্রসঙ্গত, মাঞ্জা সুতোর জন্য মারণ ফাঁদ তৈরি হয়েছিল মা ফ্লাইওভারে। ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে বেশ কয়েকজন বাইক আরোহী মাঞ্জা সুতো গলায় পেঁচিয়ে গুরুতর আহত হন। একজনের মৃত্যুও হয়। গত বছর ডিসেম্বর মাসে পরিবারকে নিয়ে ইকো পার্কে যাচ্ছিলেন আইনজীবী জয়ন্ত সামন্ত। তিনিও গুরুতর আহত হন। মাঞ্জা সুতোর ধারে কেটে যায় তাঁর থুতনি। তিনিই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন।
পার্কসার্কাস, তপসিয়া অঞ্চলের বহুতলের ছাদ থেকে ঘুড়ি ওড়ানোর কারণে মা ফ্লাইওভারে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। গলায় ধারালো সুতো পেঁচিয়ে জখম হন বাইকআরোহীরা। গত বছর লোকসভা ভোটেওর সময়ে মোটর সাইকেলে সুতো জড়িয়ে পড়ে গুরুতর জখম হয়েছিলেন শিশুপুত্র-সহ এক ব্যক্তি।
ওই ঘটনার পর পরই পার্কসার্কাস অঞ্চলে মাঞ্জা ব্যবহার বন্ধ রাখতে মাইক প্রচার করা হয়েছিল পুলিশের তরফে। অভিযোগ, তার পরেও পরিস্থিতির কোনও বদল হয়নি। তবে শুধু মা ফ্লাইওভার নয়। রাজ্যের একাধিক জায়গায় মাঞ্জা সুতোয় জখম হওয়ার ঘটনা ঘটতে থাকে। হাওড়া সালকিয়ার কাছে বামুনগাছি ব্রিজেও এই ঘটনা ঘটেছিল বছর দেড়েক আগে।