করোনা মোকাবিলায় গত এপ্রিল মাসে পিএম কেয়ার্স ফান্ডে ৩০ কোটি টাকা অনুদান দিয়েছি। এমনটাই জানাল চীনা সংস্থা টিকটক।
টিকটকের দাবি, ভারতে করোনার বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, টিকটক ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অ্যাপ কুইজ এনেছে তারা। তার নাম ‘খেলোগে আপ জিতেগা ইন্ডিয়া’। ওই কুইজের মাধ্যমে করোনা সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করা হয়েছে। টিকটক ব্যবহারকারীদের পিএম কেয়ার ফান্ডে অনুদান দিতে উৎসাহিত করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত-চীন সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে টিকটক-সহ ৫৯ টি অ্যাপকে ব্লক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ২৪ ঘণ্টার মধ্যেই পিএম কেয়ার ফান্ডে অনুদান দেওয়ার কথা সামনে আনল টিকটক।
পাশাপাশি টিকটক জানিয়েছে, সরকারের নির্দেশিকা অনুযায়ী তারা অ্যাপে কয়েকটি পরিবর্তন আনছে।