প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে সবথেকে বেশি প্রয়োজন ভ্যাকসিনের। বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ভ্যাকসিন বানানোর। তবে বোধহয় এবার অপেক্ষার দিন শেষ।
কোভিডের সম্ভাব্য টীকা বানিয়ে ফেলেছে ভারত বায়োটেক। ‘কোভ্যাক্সিন’ অনুমতি পেল হিউম্যান ট্রায়ালের।
ভারতে সরকারি উদ্যোগে তৈরি কোভিডের টীকা কোভ্যাক্সিন এবার অনুমোদন পেয়ে গেল মানুষের শরীরে ট্রায়াল চালানোর। ভারত বায়োটেক, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির যৌথ উদ্যোগে করোনাভাইরাসের এই প্রতিষেধকটি তৈরি করা হয়েছে।
জানা গেছে, এই কোভ্যাক্সিনের সমস্ত বিস্তারিত বিবরণ ভাল করে খুঁটিয়ে দেখে, এর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অব ইন্ডিয়া। এই পর্যায়েই চালানো হবে হিউম্যান ট্রায়াল। অর্থাৎ মানুষের শরীরে পুশ করা হবে ওষুধ। আশা করা যায়, সব ঠিক থাকলে এই জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে পরীক্ষা।
সোমবার সন্ধেয় টীকা তৈরি হওয়ার কথা ঘোষণা করে ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. কৃষ্ণ এল্লা বলেন, “আমরা কোভিড ১৯ প্রতিরোধ করতে এদেশের প্রথম দেশজ টীকা আবিষ্কার করতে পেরে গর্বিত। কোভ্যাক্সিন নামের এই টীকা তৈরির কাজে আইসিএমআর এবং এনআইভি আমাদের সহযোগিতা করেছে। পাশাপাশি মালিকানাগত যে প্রযুক্তি আমাদের অধিকারে আছে, তা এ ব্যাপারে কাজে লাগাতে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম এবং উৎপাদক টিমও অক্লান্ত পরিশ্রম করেছে।”