১ সপ্তাহেরও বেশি সময় আগে ধসে মাটির গভীরে তলিয়ে গিয়েছিলেন তিনি। এরপর টানা ১০ দিন ধরে চেষ্টা চালিয়েও কিছুতেই উদ্ধার করা যাচ্ছিল না অণ্ডালে ধসে তলিয়ে যাওয়া সেই মহিলাকে। এরপর গতকাল রাত সাড়ে দশটা নাগাদ অবশেষে সেই মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়। গত কয়েকদিন ধরেই পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে লাগাতার বিক্ষোভ হচ্ছে ঘটনাস্থলে। এদিন ওই মহিলার দেহ উদ্ধার হওয়ার পর যাতে বড় কোনও রকম অসন্তোষ ছড়িয়ে না পড়ে, তার জন্য সেখানে বিশাল পুলিশ ও সিআইএসএফ বাহিনী নামানো হয়।
উল্লেখ্য, গত ১৯ জুন গভীর রাতে ধস নামে অণ্ডালে। বিরাট এলাকা নিয়ে ধস নামে। যে পরিবার ওই আবাসনে থাকত, সেই আবাসনটি অনেক আগেই পরিত্যক্ত বলে ঘোষণা করে ইসিএল। তারপরও ওই পরিবারটি সেখানে থাকত। রাতে ওই পরিবারের সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন এই ঘটনা ঘটে। বিপদ বুঝে সবাই পালানোর চেষ্টা করেন। বাকিরা পালাতে পারলেও আটকে পড়েন শেখ শাহনাজ বানু নামের সেই মহিলা।
এই ঘটনার পরই পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, ইসিএল শুধু কয়লা উত্তোলনের কথা ভাবে। সাধারণ মানুষের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। গত দুই বছর ধরে তাঁদেরকে বারংবার পুনর্বাসনের কথা বললেও এখনও মেলেনি কোনও ঘর। মানুষ মরে গেলেও ওদের কোনও চিন্তা নেই। আমরা ইসিএলের এরকম দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে চরমভাবে বিরোধিতা করছি।