লকডাউনে বড় ভাঙন রাম-বাম শিবিরে। রবিবার পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৪ হাজার কর্মী–সমর্থক।
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ” বিজেপি এবং সিপিএম থেকে ৭৩২টি পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূলে। মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, উন্নয়নে শামিল হতেই দলে দলে তৃণমূলে যোগদান করছেন।’’
পাড়া থানার নডিহা গ্রামে ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ৭৩২টি পরিবারের প্রায় ৩ হাজারের বেশি ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো।
অন্যদিকে কাশীপুর বিধানসভা এলাকায় বিধানসভার বিধায়ক স্বপনকুমার বেলথরিয়ার হাত ধরে ২৯টি পরিবার ও ঝালদা পুরসভা এলাকায় প্রাক্তন চেয়ারম্যান বর্তমান প্রশাসক প্রদীপ কর্মকারের হাত ধরে শতাধিক মহিলা তৃণমূলে যোগদান করেন।