ক্লপ বাহিনীকে গার্ড অফ অনার দেওয়ার কথা জানিয়েছেন খোদ সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। সেই কথা অনুযায়ী আগামী বৃহস্পতিবার নিজেদের মাঠে লিভারপুলকে ‘গার্ড অফ অনার’ দেবে ম্যান সিটি।
গত বছর সিটি আগেভাগে চ্যাম্পিয়ন হওয়ার পর অন্য মাঠে খেলার সময় এ ভাবেই গার্ড অফ অনার দেওয়া হয়েছে। পেপ গুয়ার্দিওলা সেই ছবিটা ভোলেননি। তাই লিভারপুলকে একই সম্মান দেখাতে চলেছেন। কিন্তু সে দিন গ্যালারি ফাঁকা থাকছে। কোনও দর্শককে স্টেডিয়ামের আশপাশে থাকতে দেওয়া হবে না।
ম্যান সিটি কোচ বলছেন, ‘সাত ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। এটা কম বড় ব্যাপার নয়। একটি টিম কী ভাবে খেললে এ ভাবে চ্যাম্পিয়ন হতে পারে! লিভারপুল অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য। আমরা তা দেব। ইতিহাদ স্টেডিয়ামে।’
এখানেই শেষ নয়, পেপের সংযোজন, ‘একটা টিম যখন তিন বছরে আটটি ট্রফি জেতে, তখন সেই টিমের প্যাশন নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। লিভারপুলের খেলায় আমি মুগ্ধ। তিরিশ বছর পরে একটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে’।