গত ২৪ ঘন্টায় রাজ্যে বেশ কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, এই ১ দিনে ৫২১ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৭১১ জন। আর রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৪ জন। এখনও পর্যন্ত মোট ১০ হাজার ৭৮৯ জন সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা-মুক্তির হার দাঁড়িয়েছে ৬৪.৫৬ শতাংশ।
এই ১ দিনে কলকাতায় আরও ১৪১ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ফলে শহরে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জন। এর মধ্যে ৩ হাজার ১২৩ জন সম্পূর্ণ সুস্থ এবং ১ হাজার ৯২০ জনের চিকিৎসা চলছে। আর গোটা বাংলায় বর্তমানে ৫ হাজার ২৯৩ জনের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।
অন্যদিকে, এই মারণ ভাইরাস আরও ১৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে গত ২৪ ঘন্টায়। ফলে রাজ্যে এখনও পর্যন্ত ৬২৯ জন করোনায় প্রাণ হারালেন। আর শহরে এখনও অবধি এই মারণ ভাইরাসে প্রাণ গিয়েছে ৩৫৯ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ দিকে, উত্তর ২৪ পরগনা জেলায় আরও ১১৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে জেলায় এখনও পর্যন্ত ২ হাজার ৫৪৫ জন ব্যক্তি সংক্রমিত হলেন। এর মধ্যে ১ হাজার ৫৫৩ জন সম্পূর্ণ সুস্থ, ৮৯৫ জনের চিকিৎসা চলছে এবং ৯৭ জনের মৃত্যু হয়েছে।