দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় যেই সংখ্যা ছুঁয়েছে প্রায় ২০ হাজার। এখনও পর্যন্ত দৈনিক বৃদ্ধির ক্ষেত্রে এটাই সর্বাধিক। তবে রেকর্ড ভেঙে সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থও হয়েছেন প্রায় ১৪ হাজার মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ২৮ জুন রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫,২৮,৮৫৯। কোভিড-১৯ সংক্রমণে দেশে এ যাবৎ মৃত্যু হয়েছে ১৬,০৯৫ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩,০৯,৭১৩ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯,৯০৬ জন। সংক্রমণে নতুন করে মৃত্যু হয়েছে ৪১০ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৩,৮৩২ জন। দেশে এখন সুস্থতার হার ৫৮.৫৬ শতাংশ। পাশাপাশি ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ২,০৩,০৫১। এখনও অবধি করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকে মহারাষ্ট্রেই সর্বাধিক। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫৯,১৩৩। কোভিড-১৯ সংক্রমণে সেখানে মৃত্যু হয়েছে ৭২৭৩ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন মোট ৮৪,২৪৫ জন।
ভারতের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে দেশের রাজধানী দিল্লী। এখানে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৮০,১৮৮। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ২৫৫৮ জনের। আর করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৯,৩০১ জন। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩১৮ জন। অন্যদিকে দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯৪৮ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮,৩৩৫ জন। মৃত্যু হয়েছে ১০২৫ জনের। সুস্থ হয়েছেন ৪৪,০৯৪ জন।