লকডাউনের জেরে যেন সোনার বাজারে আগুন। সোনার দামের ছ্যাঁকায় মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম জিএসটি ছাড়া ৪৮,৮৪০ টাকায় ঠেকেছে। আগের দিনের থেকে ১৬০ টাকা বেশি। আর ২২ ক্যারেট গয়নার সোনা ১৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৬,৩৪০ টাকা।
ক্রেতাদের নতুন গয়নার বদলে বিকল্প হিসেবে পুরনো গয়না ভাঙানোর কথা মানছেন গয়না ব্যবসায়ীরাও। তাঁরা বলছেন, সোনার দাম আকাশ ছোঁয়ায় নতুন গয়নার চাহিদা ৮০% কমেছে। শখের গয়না দূর অস্ত্। প্রয়োজনেও যতটা সম্ভব নতুন সোনা কেনা এড়াতে চাইছেন মানুষ।
বেলঘরিয়ার রাকেশ মুখোপাধ্যায়। পেশায় ইঞ্জিনিয়ারের বক্তব্য, “বিয়ের খরচের ২৫% যায় গয়না কিনতে। নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। এমনিতেই লকডাউনে বেতন কমেছে। তার উপর সোনার দাম এতটা বাড়ায় বিয়ে পিছোনোর সিদ্ধান্ত নিয়েছি।’’
একই হাল বরাহনগরের সমীরণ ভট্টাচার্যর। পরের বছর মেয়ের বিয়ের জন্য অল্প অল্প করে গয়না গড়াচ্ছিলেন। ফেব্রুয়ারিতে দোকানে গিয়ে শোনেন ১০ গ্রাম পাকা সোনা ৪১,০০০০ টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে। ভেবেছিলেন দাম একটু কমলে কিনবেন। গত বুধবার গয়নার দোকানে খোঁজ করতে গিয়ে চক্ষু চড়কগাছ! পাকা সোনা ছাড়িয়েছে ৫০,৭০০ টাকা (জিএসটি-সহ)। আর গয়নার সোনা ৪৮,০০০ টাকা।
এই পরিস্থিতিতে গয়না কেনার জন্য ফের কেন্দ্রের কাছে কিস্তিতে ব্যাঙ্কঋণের দাবি তুলেছে ব্যবসায়ীদের সংগঠনগুলি। শুক্রবার অল ইন্ডিয়া ডোমেস্টিক গোল্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শঙ্কর সেন বলেন, “এতে ক্রেতারা যেমন স্বস্তি পাবেন, তেমন গয়না শিল্পও বাঁচবে।’