হায়দ্রাবাদের সরকারি জেনারেল অ্যান্ড চেস্ট হাসপাতালের প্রধান নার্স ছিলেন তিনি। জুনের শেষেই ছিল তাঁর অবসর। মানে হিসেব করলে হাতে আর চারদিন কিন্তু তার আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এই সরকারি নার্সের। হাসপাতালে কাজ করতে করতেই কোভিড টেস্টে পজিটিভ রিপোর্ট আসে তাঁর। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন গান্ধি হাসপাতালে।
তেলেঙ্গানার রাজ্যপাল ডঃ তামিলিসাই সৌন্দর্য্যরাজন নার্সের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। গান্ধি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডঃ প্রভাকর রেড্ডি জানান, ওই নার্সের অবস্থা সঙ্কটজনক ছিল। তার উপর তিনি ছিলেন ডায়াবেটিক৷ দু’দিন আগে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, বহুদিন মেডিক্যাল লিভ-এ ছুটিতে ছিলেন তিনি। কিন্তু হাসপাতালে কর্মীর সংখ্যা কম থাকায় তাঁকে বাধ্য হয়েই জয়েন করতে হয়। কোভিড ওযার্ডে পোস্টেড ছিলেন তিনি। এরপরেই জ্বরে ভুগতে শুরু করেন তিনি। করোনা টেস্ট হলে রিপোর্ট পজিটিভ আসে। গান্ধি হাসপাতালের আরও দুই কর্মীর করোনা ধরা পড়েছে।