করোনার জেরে দেশের প্রতিটি সংস্থার আয়ে টান পড়েছে। এক্ষেত্রে ব্যতিক্রম নয় টাটা গোষ্ঠী। তাদেরও রাজস্বে টান পড়েছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় খুব শীঘ্রই ভারতে ব্যাপক ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে তারা। টাটা গোষ্ঠীর লোকসানের পরিমাণ অপ্রত্যাশিত স্তরে পৌঁছে গিয়েছে। যে কারণে ছাঁটাইয়ের বিষয়টি প্রায় পাকা করে ফেলেছেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা।
জানা গিয়েছে, লোকসানের ধাক্কা সামলাতে ব্রিটেনে ইতোমধ্যে ১,০০০ কর্মীকে ছাঁটাই করেছে টাটারা। ব্রিটেনের বৃহত্তম গাড়ির ব্র্যান্ড JLR। করোনাভাইরাস সংক্রমণের জেরে তাদের আয় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। গত ১৬ জুন এই বিশাল সংখ্যক কর্মীকে ছাঁটাইয়ের চিঠি ধরানো হয়।
চলতি করোনা সংকটে টাটা গোষ্ঠীর বিভিন্ন ব্যবসা সমস্যার মধ্যে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল এরোস্পেস, গাড়ি এবং অসামরিক বিমান পরিবহন শিল্প। যে কারণে ঘুরে দাঁড়াতে তাদের কর্মীছাঁটাই একান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।
ভারতের পাশাপাশি নেদারলান্ডে টাটা গোষ্ঠীর ইস্পাত কারখানার ১ হাজার থেকে ৯ হাজার কর্মীকেও ছাঁটাই করা হতে পারে। ইতিমধ্যে কর্মীদের বেতন ২০ শতাংশ পর্যন্ত হ্রাস করেছে টাটারা। তবে তা এখনকার প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করা হচ্ছে।