উম্পুনের ক্ষতিপূরণে দুর্নীতির তদন্ত হবে। যাঁরা যোগ্য নন, তাঁরা টাকা পেয়ে থাকলে তা ফেরত দিতে হবে। দলের কেউ এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।‘ শনিবার উত্তর ২৪ পরগনার বারাসতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় জানান, “যোগ্য নয়, এমন ব্যক্তিরা সেই টাকা পেয়ে থাকলে তা ফেরত দিতে হবে। তার জন্য নির্দিষ্ট ফর্ম তৈরি করা হয়েছে। ইতিমধ্যে সেই ফর্ম বিডিওদের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে। আর যাঁরা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ সেই তালিকায় থাকলে তাকে ছাড়া হবে না।’
এদিন বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। সেখানে উম্পুন দুর্নীতি নিয়ে সাংবাদিকরা বৈঠক করেন। জবাবে জ্যোতিপ্রিয় বলেন, ‘উম্পুনে ক্ষতিগ্রস্তরা সবাই ক্ষতিপূরণের টাকা পাবেন। একজনও বাদ যাবেন না।’