‘২০০৫-২০০৬ সালে চীনা দূতাবাসের কাছ থেকে আর্থিক অনুদান পেয়েছে রাজীব গান্ধী ফাউন্ডেশন।’ শুক্রবার এমনই অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। গেরুয়া শিবিরের এই অভিযোগেই এখন জাতীয় রাজনীতি তোলপাড়। কংগ্রেসের পালটা দাবি, বিজেপি ‘অর্ধসত্য’ বলছে।
১৫ বছর আগে রাজীব গান্ধী ফাউন্ডেশনে চীনের অনুদানের সঙ্গে আজকের চীনা আগ্রাসনের কোনও সম্পর্ক নেই। বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলছেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা আসলে দেশবাসীকে বিভ্রান্ত করছেন। বর্তমান সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন।
চিদম্বরমের দাবি, বিজেপি জনসমক্ষে যে তথ্য পেশ করছে, তা ‘অর্ধসত্য’। এই প্রসঙ্গে চিদম্বরম বলছেন, ‘রাজীব গান্ধী ফাউন্ডেশনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান এসেছে। তবে সেটা সুনামি মোকাবিলার জন্য। আমাদের কাছে সেই অনুদানের প্রতিটা পাই-পয়সার হিসেব আছে। তাছাড়া ওই টাকা সঠিক কাজেই ব্যবহৃত হয়েছে, সে প্রমাণও আছে।’ চিদম্বরমের আরও দাবি, ১৫ বছর আগের চীনা অনুদানের প্রসঙ্গ টেনে আসলে বিজেপি নজর ঘোরাতে চাইছে। তাঁর কথায়, ‘বিজেপি সভাপতি নাড্ডা অর্ধসত্য বলতে ওস্তাদ। ১৫ বছর আগের সেই অনুদানের সঙ্গে আজ চীন যে ভারতের মাটি দখল করে নিচ্ছে, তার কী সম্পর্ক থাকতে পারে?’
এরপরেই মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন চিদম্বরম, ‘প্রধানমন্ত্রী কি দেশবাসীকে আশ্বাস দিতে পারবেন, চীন ভারতের যে মাটি দখল করেছে তা খালি করে দেবে?’