মহারাষ্ট্রে বাজাজ অটো লিমিটেডের কারখানায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু দুই কর্মীর। ঔরঙ্গাবাদের ওয়ালুজ প্ল্যান্টে আরও অন্তত ১৪০ জন কর্মী আক্রান্ত হয়েছেন নভেল করোনাভাইরাসে। কিন্তু এর পরেও ওই কারখানা বন্ধ করা হয়নি বলেই জানিয়েছে বাজাজ।
অফিসার রবি কিরণ রামাস্বামী কোম্পানির তরফে একটি বিবৃতি জারি করে বলেছেন, “আমাদের ওয়ালুজ কারখানায় ৮১০০-র বেশি কর্মী কাজ করেন। তার মধ্যে ১৪০ জনের করোনা সংক্রমণ হয়েছে। অর্থাৎ এই সংখ্যাটা কারখানার মোট কর্মীর ২ শতাংশেরও কম। আমাদের দু’জন আক্রান্ত কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের হাইপারটেনশন ও ডায়াবেটিসের সমস্যা ছিল। তাই তাঁদের বাঁচানো যায়নি।”
এর পরেই জল্পনা শুরু হয় যে, ঔরঙ্গাবাদের ওই কারখানা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এই খবর ভুল বলেই জানিয়েছে বাজাজ। প্রায় এক মাস বন্ধ থাকার পরে গত ২৪ এপ্রিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে বাজাজের ওই কারখানা খোলে। বর্তমানে সেখানে স্বাভাবিক কাজ হচ্ছে বলেই জানিয়েছে বাজাজ অটো।
বাজাজ অটোর তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “আমাদের কানে একটা খবর এসেছে যে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে বাজাজ অটোর ওয়ালুজ কারখানায় করোনা সংক্রমণ ধরা পড়ার পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে সবার কাছে পরিষ্কার করে বলতে চাই, কারখানা বন্ধ হওয়ার খবর মিথ্যে। স্বাভাবিক ভাবেই সেখানে কাজ চলছে।”