গত কয়েকদিন ধরেই আসামে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। যার ফলে চাপের মুখে পড়ে ফের দু সপ্তাহের জন্য কঠোর লকডাউনের ঘোষণা করা হল সেখানে। সূত্রের খবর, রাজধানী গুয়াহাটিতে রবিবার রাত থেকেই জারি করা হবে লকডাউন। জানা গেছে, আগামী ১৪ দিনের জন্য লকডাউনের ঘোষণা করা হল আসামের গুয়াহাটিতে। রবিবার রাত থেকেই সেই নিয়ম কার্যকর করা হবে সেখানে। সন্ধে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত জারি থাকবে কার্ফু।
এক্ষেত্রে যে নিয়মগুলি ভারতের উত্তর-পূর্বের রাজ্যে লাগু করা হবে তা হল- সংক্রমণ রোধে পুরোপুরি বন্ধ থাকবে মাছ, মাংসের দোকান। বন্ধ করে দেওয়া হবে সদ্য খোলা সমস্ত ধর্মীয় স্থান। এছাড়া, রাজ্যের বাকি শহরগুলিতেও এই লকডাউনের কড়া আইন বলবৎ করা হবে। খোলা রাখা হবে রেল, বিমানবন্দর। দোকানের মধ্যে শুধুমাত্র খোলা রাখা হবে ওষুধের দোকান। তবে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। তাদের বাধা দেওয়া হবে না। এছাড়াও, যে সকল ব্যক্তি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের ক্ষেত্রেও ছাড় রয়েছে।
আনলক পর্বে আসামে ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রমাদ গোনেন আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, ‘১৪ দিনের মধ্যে প্রথম ৭ দিন কড়াভাবে লকডাউনের নিয়ম পালন করা হবে। রাজ্যবাসীর কাছে আমার আবেদন খুব দরকার ছাড়া বাড়ি থেকে বের হবেন না। এই লকডাউনের প্রথম ৭ দিনের পরিস্থিতি তবেই পরের ৭ দিনের সিদ্ধান্ত নেওয়া হবে। পরের সাতদিনে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান, বাজার খোলা হবে কিনা সেই সিদ্ধান্তও পরে নেওয়া হবে।’