নিহত সন্ত্রাসবাদীদের সন্তানদের জন্য স্কলারশিপ ঘোষণা করে বিতর্ক উসকে দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। সূত্রের খবর, শুধুমাত্র জঙ্গীদের পরিজনদের জন্য এই বিশেষ ব্যবস্থা। উপত্যকায় শহীদ জওয়ান বা পুলিশকর্মীদের পরিবারের জন্য এমন কোনও স্কলারশিপের ব্যবস্থা করা হয়নি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘স্কলারশিপ প্রোগ্রাম ফর অরফ্যানস অফ স্লেন মিলিট্যান্টস’ শীর্ষক একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। ওই প্রকল্পের অন্তর্গত উপত্যকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গীদের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপ দেওয়া হবে। তাৎপর্যপূর্ণভাবে, জঙ্গীদের পরিজনদের কথা মাথায় রাখলেও, শহীদদের পরিবারগুলির জন্য কোনও বিশেষ ব্যবস্থা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। বিরোধী দলের অভিযোগ, ‘জাতীয়তাবাদ’ নিয়ে বড়াই করা বিজেপি শহীদদের অপমান করেছে। কীভাবে এহেন পদক্ষেপ করতে পারে কাশ্মীর প্রশাসন তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
উল্লেখ্য, অনুচ্ছেদ ৩৭০ বিলোপ, কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেও জঙ্গি কার্যকলাপে রাশ টানা যাচ্ছে না। তবে সাফল্যও এসেছে সেনার হাতে। একের পর এক জঙ্গি নেতা নিকেশ হয়েছে জওয়ানদের পরাক্রমে। এহেন পরিস্থিতিতে, শুধুমাত্র রাজনীতির স্বার্থে শহীদদের পরিজন ও নিরাপত্তারক্ষীদের মনোবলে আঘাত উচিত নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।