লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে ঘটে যাওয়া সাম্প্রতিক যুদ্ধকে ঘিরে এখনও উত্তপ্ত দেশ। সেই আবহেই বুধবার পূর্ব লাদাখে এলএসসি পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে। সেখানে সেনাকে লড়াইয়ের মন্ত্রে উজ্জীবিত করার পাশাপাশি, চীনের সঙ্গে গালোয়ান উপত্যকায় হিংসাত্মক যুদ্ধে সাহসিকতা দেখানো ভারতীয় জওয়ানদের পুরস্কৃত করলেন তিনি।
গত মঙ্গলবার লাদাখের লেহ’তে আহত সেনা জওয়ানদের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সেখান থেকে বুধবার দুপুরে পূর্ব লাদাখের সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শনেও যান তিনি। সেখানেই ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে সেনাবাহিনীর অদম্য সাহসের প্রশংসা করার পাশাপাশি এমন পরিস্থিতিতে নিজেদের মানসিকতাকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এর পাশাপাশি ওই লড়াইয়ে অংশ নেওয়া এবং সাহসিকতা দেখানো বীর জওয়ানদের সম্মান জানিয়ে তাঁদের উর্দিতে নিজের হাতে ব্যাজ পড়ান সেনাপ্রধান।
প্রসঙ্গত, লাদাখের গালোয়ান উপত্যকায় গত ১৫ জুন চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষে ২০ জন সেনা জওয়ান শহীদ হওয়ার পর গত সোমবার সীমান্ত পরিস্থিতি নিয়ে দিল্লীতে উচ্চস্তরের বৈঠকে বসেছিলেন সেনাপ্রধান। এরপর মঙ্গলবার লেহ’তে সংঘর্ষে আহত সৈনিকদের দেখতে যান নারাভানে। মঙ্গলবারের পর বুধবার সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে সেখান থেকেই এলএসসি’তে উপস্থিত হন তিনি।