প্রতি বছর পৃথিবীর সেরা ধনী ব্যক্তিদের তালিকা তৈরি করে হারুন। চিনে প্রধান দফতর এই হারুন পত্রিকার। এদের রিপোর্ট অনুযাযী গত দু’ মাসে ইংরেজি বর্ণমালার ভি আকারে উঠেছে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ। বিশ্বজুড়ে করোনা অতিমারী ছড়িয়ে পড়ার পর প্রথম দু’ মাসে সম্পত্তির পরিমাণ কমেছিল পৃথিবীর সেরা ১০০ বিলিয়োনেয়ারের। কিন্তু পরের দু’ মাসেই ছবিটা বদলে ফেলেন তাঁরা।
মোট সম্পত্তির পরিমাণ এই বিপুল পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় আট নম্বর স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। বিদেশি বিনিয়োগরা ভারতের টেলিকম সেক্টর এবং বায়োটেকের ওপর ভরসা রেখেছেন। আম্বানি ও পুনাওয়ালার সম্পদ বৃদ্ধির পরিমাণ দেখে সেটাই স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের সেরা ১০০ বিলিয়োনেয়ারের তালিকায় আরও যে দুজন ভারতীয় আছেন, তাঁরা হলেন গৌতম আদানি এবং শিব নাদার।
করোনা ছড়িয়ে পড়ার পর প্রথম দু’ মাসে ১৯ বিলিয়ন ডলার সম্পত্তি কমেছিলেন মুকেশ আম্বানির। কিন্তু গত দু-মাসে তা বেড়েছে ১৮ বিলিয়ন ডলার। মাসে ১৮ বিলিয়ন ডলার অর্থাত্ ১.৩৭ লক্ষ কোটি টাকা সম্পদ বৃদ্ধি করেছেন আম্বানি। এর অর্থ এই দু-মাসে প্রতি ঘণ্টায় ৯৫ কোটি টাকা সম্পদ বৃদ্ধি করেছেন তিনি।