জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সাতসকালে সেনার তল্লাশি অভিযান চলাকালীন চলে গুলির লড়াই। এই লড়াইয়ে একজন সিআরপিএফ জওয়ানও শহীদ হয়েছেন। নিরাপত্তারক্ষীদের ছোঁড়া গুলিতে নিকেশ হয় ২ জেহাদি।
মঙ্গলবার ভোররাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বান্দজু এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশ, ৫৫ নং রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফের একটি যৌথ দল গোপন সুত্রে খবর পেয়ে জঙ্গীদমন অভিযান শুরু করে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গীদের একটি গোপন ডেরা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। সেখানেই আচমকা হামলা করে জঙ্গীরা৷ তার পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও।
কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, “এখন পর্যন্ত ২ জন জেহাদি খতম হয়েছে। তাঁদের শনাক্ত করা যায়নি। অপারেশন চলছে”। এদিকে এই অভিযান চলাকালীন গুলি লাগে একজন সিআরপিএফ জওয়ানের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাণ হারান তিনি। গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়েছে।