২০২০ সালের প্রথম দু’টি ত্রৈমাসিকেই অর্থনীতি যে ধাক্কা খেয়েছে, তাতে এ বছর তার বহর সঙ্কুচিত হওয়া অবশ্যম্ভাবী। লকডাউন শিথিল হওয়ার পরে যখন ধীরে ধীরে শুরু হচ্ছে দেশের আর্থিক কর্মকাণ্ড তখন এমনই আশঙ্কার কথা শোনাল মূল্যায়ন সংস্থা মুডিজ ইনভেস্টর্স সার্ভিস। সোমবার তাদের সমীক্ষায় বলা হয়েছে, চলতি ক্যালেন্ডারবর্ষে ভারতের অর্থনীতি সরাসরি ৩.১ শতাংশ কমবে। আর জি-২০ গোষ্ঠীর অর্থনীতি সঙ্কুচিত হবে ৪.৬ শতাংশ। এই গোষ্ঠীর দেশগুলির মধ্যে একমাত্র চীনের ১ শতাংশ আর্থিক বৃদ্ধি হতে পারে। সম্প্রতি লাদাখে সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে ভারত এবং চীন। এরই প্রেক্ষিতে এশিয়ার দেশগুলিকে ভূ-রাজনৈতিক ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থাটি।
তাদের রিপোর্টে বলা হয়েছে, চীনের সঙ্গে দক্ষিণ চীন সাগরের সীমান্তবর্তী দেশগুলির উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে ভারতের সীমান্তে সংঘর্ষ হয়েছে ভারত এবং চীনের সেনার মধ্যে। যার ফলে এই গোটা অঞ্চলেই ভূ-রাজনৈতিক ঝুঁকি বেড়ে চলেছে। অন্যদিকে আরেক মূল্যায়ন সংস্থা ফিচ রেটিংসের পূর্বাভাস, অদূর ভবিষ্যতে আর এক দফা ত্রাণ প্রকল্প আনতে পারে কেন্দ্র। তবে সে ক্ষেত্রে ভারতের মূল্যায়নের উপর তার কোনও বিরূপ প্রভাব পড়বে না। জিডিপির আরও ১ শতাংশ ত্রাণের জন্য খরচ করা হবে ধরে নিয়েই সাম্প্রতিকতম মূল্যায়ন করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ জুন ভারতের অর্থনীতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘ঋণাত্মক’ করেছিল ফিচ।