একে হৃদরোগে আক্রান্ত, তার উপর করোনা! এই দুইয়ে মিলে যে ফলাফল খুব একটা সুবিধের হয় না, তা এতদিনে সকলেই জেনে গিয়েছেন। তেমনই পরিণতি হয়েছিল ৭১ বছরের এক বৃদ্ধের। প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রাণ বেঁচে গেল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায়। জটিল অস্ত্রোপচার করে পেসমেকার বসিয়ে তাঁকে বাড়ি ফিরিয়ে দিলেন চিকিৎসকরা। এই একই মিরাকেল সফল হল ৫৪ বছরের আর এক ব্যক্তির ক্ষেত্রেও।
৫৪ বছরের এক ব্যক্তির ব্লক হয়ে যায় হার্ট। তিনি করোনায় আক্রান্ত। দ্রুত পেসমেকার বসালে প্রাণে বাঁচতে পারেন। চিকিৎসক ইমরান আহমেদের নেতৃত্বে দ্রুত অস্ত্রোপচার করে পেসমেকার বসানো হয়। আপাতত বিপন্মুক্ত তিনি। সপ্তাহ খানেক পরই ছেড়ে দেওয়া হবে তাঁকে।
চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে করোনা সংক্রমণ নিয়ে, হার্ট ব্লক হয়ে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেছিলেন আরেক বৃদ্ধ। চলতি মাসের আট তারিখে যখন তাঁকে নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজে, তখন মৃতপ্রায় দশা তাঁর। শ্বাসকষ্ট চরমে। সেই মুহূর্তেই পেসমেকার বসানো দরকার প্রাণে বাঁচানোর জন্য। এক মুহূর্তও নষ্ট করেননি চিকিৎসকরা।
চিকিৎসক জয়ন্ত সাহার নেতৃত্বে ওই বৃদ্ধকে দ্রুত নিয়ে যাওয়া হয় ক্যাথ ল্যাবে। অস্ত্রোপচার করা হয়, বসানো হয় পেসমেকার। করোনা সংক্রমণ এবং হৃদরোগ দুইই সারিয়ে বাড়ি ফিরে যান তিনি।