বাংলায় করোনা পরিস্থিতি যেমন ক্রমশ উদ্বেগের সৃষ্টি করছে, ঠিক তেমনই স্বস্তি দিচ্ছে রাজ্যে সুস্থতার হার। আক্রান্তের সংখ্যাকে টপকে ধীরে ধীরে বাংলায় বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। আর মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না। এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩১ জন। যাঁদের মধ্যে কেবল কলকাতাতেই করোনামুক্ত হয়েছেন ২০৫ জন।
এখনও পর্যন্ত বাংলায় করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯,২১৮ জন। সুস্থতার হার ৬২.৫৮ শতাংশ। এর তুলনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কিন্তু কমই। নতুন করে ৩৭০ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭২৮-এ। তবে অ্যাকটিভ কেস অর্ধেকের চেয়েও কম। ৪ হাজার ৯৩০টি। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৭২টি।
আনলক-১-এও করোনা আতঙ্ক বঙ্গবাসীর পিছু ছাড়েনি। সংক্রমণের ভয় নিয়েই কর্মক্ষেত্রে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। উঠতে হচ্ছে বাস-অটোয়। তবে এর মধ্যেই আশার আলো দেখাচ্ছেন এই করোনাজয়ীরা। যাঁরা মারণ ভাইরাসকে পরাস্ত করে জীবনের মূলস্রোতে ফিরতে পেরেছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে এখনও করোনা প্রাণ কাড়ছে বহু মানুষের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। যাঁদের মধ্যে তিনজন কলকাতার বাসিন্দা। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮০।