সার্বিয়ায় জোকোভিচের আয়োজিত প্রদর্শনী টুর্নামেন্ট নিয়ে তোলপাড় টেনিস বিশ্ব। কারণ, সেখানে খেলতে আসা খেলোয়াড় এবং কোচিং সদস্যরা একের পরে এক করোনায় আক্রান্ত হচ্ছেন। সে কারণেই বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা জোকোভিচকে রীতিমতো কাঠগড়ায় তোলা হচ্ছে।
বেলগ্রেডে এই প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। যাঁর প্রথম পর্ব শেষ হয়ে গিয়েছে। এবং শেষ হওয়ার পরে রবিবার রাতে প্রথম আক্রান্তের খবর আসে। বুলগেরিয়ার তারকা গ্রিগর দিমিত্রভ নিজেই জানান, তিনি করোনায় আক্রান্ত। এর পরেই আর এক খেলোয়াড় বোর্না চোরিচ জানান তিনিও করোনায় আক্রান্ত।
চোরিচ লিখেছেন, ‘‘সবাইকে জানিয়ে দিতে চাই, পরীক্ষা করে জানা গিয়েছে কোভিড-১৯-এ আমি আক্রান্ত। গত কয়েক দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সবাই যেন নিশ্চিত ভাবে পরীক্ষা করেন। কারও কোনও ভাবে ক্ষতি করে থাকলে আমি দুঃখিত”। একই রকম ভাবে গ্রিগর দিমিত্রভও জানান, তিনি পজিটিভ।
এ ভাবে ঝুঁকি নিয়ে প্রদর্শনী প্রতিযোগিতা আয়োজনের পরে অনেকেই জোকোভিচের সমালোচনা করেছিলেন। অস্ট্রেলিয়ার টেনিস তারকা নিক কিরিয়স লিখেছেন, ‘‘এ ভাবে প্রদর্শনী প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হয়নি। আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করছি। সঙ্গে এটাও বলতে চাই, যখন সুরক্ষাব্যবস্থা না-মানা হয়, তার ফল এ রকমই হয়।’’