চীনা সেনা ভারতীয় এলাকা দখল করেছে কি না, বা অনুপ্রবেশ ঘটিয়েছে কি না, তা নিয়ে শুক্রবারই সর্বদলীয় বৈঠকে প্রশ্ন তুলেছিলেন তিনি এবং তাঁর দল। এবার প্রধানমন্ত্রীকে সরাসরি কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার রাহুল ফের একবার টুইটে প্রশ্ন করেছেন, লাদাখে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের পরও চীন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় মজেছে? গত শুক্রবার সর্বদলীয় বৈঠকে মোদী দাবি করেন, চীন সেনা নাকি ভারতের সীমান্তে অনুপ্রবেশ ঘটায়নি। তার পর থেকেই রাহুল-সহ বাকি বিরোধীদের প্রশ্ন, তাহলে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হলেন কীভাবে? গতকাল টুইটে নতুন একটি রিপোর্ট প্রকাশ করেন রাহুল। যেখানে দেখা যাচ্ছে, চীনা মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ শুক্রবারের সর্বদলীয় বৈঠকে মোদীর মন্তব্যের প্রশংসা করেছে।
ওই রিপোর্টের ছবি তুলে ধরে রাহুল টুইটে লেখেন, ‘চীন আমাদের সৈন্যদের হত্যা করল। চিন আমাদের ভূখণ্ড দখল করল। তাহলে কেন চীন এই সংঘর্ষের মধ্যে মোদীর প্রশংসা করছে?’ রাহুলের শেয়ার করা প্রতিবেদনে লেখা হয়েছে, নিজের বক্তব্যে মোদী নাকি সংঘর্ষের প্রবলতা ছোট করে দেখিয়েছেন। যা চীনা মিডিয়া এবং প্রশাসনকে সন্তুষ্ট করেছে। উল্লেখ্য, রবিবার চীনের মুখপত্র ‘গ্লোবাল টাইমস’-এ ‘ভারত জানে তারা চীনের সঙ্গে যুদ্ধে যেতে পারবে না’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সেখানে মোদীর মন্তব্য নিয়ে চীনা বিশেষজ্ঞরা টিপ্পনি করে বলেছেন, ‘মোদী সংঘর্ষ এড়াতে শব্দ নিয়ে খেলেছেন।’ সেটাকেই এবার হাতিয়ার করলেন রাহুল।