উত্তরপ্রদেশের আলিগড় জেলার আমরদপুর গ্রামের
প্রায় আট-দশজন খুদে ভারত-চিন সীমান্তে যাওয়ার জন্য রওনা দিয়েছে। উদ্দেশ্য একটাই। শহীদ ভারতীয় জওয়ানদের হয়ে ‘বদলা’ নেওয়া! হ্যাঁ ঠিকই পড়ছেন। অভিভাবক ছাড়াই হাঁটতে থাকা কচিকাঁচাদের দলকে মাঝরাস্তাতে দাঁড় করিয়ে দেয় পুলিশ। জিজ্ঞেস করা হয়, তারা কোথায় যাচ্ছে? প্রত্ত্যুতরে খুদেদের মুখ থেকে এমন উত্তর একেবারেই প্রত্যাশা করেননি পুলিশ কর্মীরা।
গত কয়েকদিন ধরেই লাদাখে ভারত-চীন সীমান্তে যুদ্ধ যুদ্ধ আবহ। তবে পরিস্থিতি উত্তপ্ত হয় গত সোমবার। সংঘর্ষে একজন কর্ণেল এবং ১৯ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হন। পালটা দেয় ভারতও। সীমান্তে সেনাদের শহীদ হওয়ার ঘটনা নাড়িয়ে দিয়ে গিয়েছে সাত থেকে ১১ বছরের বালকদেরও। তাই ‘প্রতিশোধ’ নেওয়ার প্রতিজ্ঞা করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তারা। খুদেদের এই ঘটনার দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তবে পুলিশের চেষ্টায় শেষমেশ অনেক বুঝিয়ে তাদের বাড়ি পাঠানো হয়। তাদের বলা হয়, শহীদদের বদলা নিশ্চয়ই নেবে ভারত। তারা যেন বাড়ি গিয়ে পড়াশোনায় মন দেয়। তখনকার মতো বাড়ি ফিরে গেলেও, খুদেদের চোখ-মুখই বলে দিচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের দেশ ভক্তির কথা। খুদেদের এই আত্মবিশ্বাস আর দেশপ্রেম মন কেড়েছে নেটিজেনদের। অনেকেই দেশের এই সাহসী ভবিষ্যৎ প্রজন্মকে স্যালুট জানিয়েছেন।