মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। তারমধ্যে অবসর নিয়েছেন দুজনেই। এতগুলো বছর কেটে যাওয়ার পর অবশেষে ভুল স্বীকার করলেন প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার স্টিভ বাকনর। তিনি বললেন, মানুষ মাত্রই ভুল হয়। আর সেই কারণেই দু’বার তাঁর ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। যার একটি ঘটনার সাক্ষী ছিল আবার কলকাতার ইডেন।
যে দু’টি ঘটনার কথা বাকনর বলেছেন, তার মধ্যে প্রথমটি ২০০৩ সালে গাব্বায় ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। যেখানে তিনি শচীনকে এলবিডব্লিউ দেন। বার্বেডোজের একটি রেডিও অনুষ্ঠানে বাকনর এবার জানালেন, জেসন গিলেসপির করা সেই বলটি উইকেটের উপরে ছিল। পরের ঘটনাটি আবার ২০০৫ সালের। ইডেনে ভারত বনাম পাকিস্তানের সেই টেস্টে আব্দুল রজ্জাকের বলে শচীনকে কট বিহাইন্ড দেন তিনি। বাকনর মনে করেন, সেই সিদ্ধান্তেও ভুল হয়েছিল। গাব্বার সেই ঘটনা সম্পর্কে বাকনরের বর্তমান উপলব্ধি, ‘ভুল মানুষ মাত্রই হয়। অস্ট্রেলিয়ায় আমি শচীনকে এলবিডব্লিউ দিয়েছিলাম। কিন্তু বলটা উইকেটের উপরে ছিল।’
আর ইডেনের ঘটনা সম্পর্কে ক্যারিবিয়ান এই আম্পায়ার বলছেন, ‘ইডেনে বলটা শচীনের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময়ে কিছুটা পথ পরিবর্তন করেছিল। কিন্তু তা শচীনের ব্যাট স্পর্শ করেনি।’ একইসঙ্গে যোগ করেছেন, ‘টেস্টটা ছিল ইডেনে। যেখানে ভারত ব্যাট করার সময়ে কোনও শব্দই কানে আসে না। কারণ, এক লক্ষ দর্শক তখন প্রিয় দলের জন্য গলা ফাটায়।’
বাকনর আরও বলেন, ‘‘এই দু’টি ভুল আউট দেওয়ার জন্য পরে আমার খারাপ লেগেছে। তবে সব মানুষের জীবনেই ভুল হয়। আর সেই ভুলকে গ্রহণ করাটাই তো জীবন।’ তাঁর আম্পায়ার জীবনে নানা বিতর্কের সঙ্গে জড়িয়েছেন বাকনর। তাঁর কথায়, ‘কোনও আম্পায়ারই ভুল করতে চান না। কারণ, ভুলের দাগটা তাঁর সঙ্গে থেকে যায়। এমনকি ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয়।’