লাদাখ সীমান্তের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। বিচারের দাবিতে গোটা দেশ। এই প্রসঙ্গে মুখ খুললেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তিনি স্পষ্ট জানালেন, “২০ সেনা প্রাণের বিচারের জন্য মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চীনকে উচিৎ শিক্ষা দিতে চান, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ক্ষমতাটুকুও নেই”।
রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের যমুনাদিঘি মৎসবীজ খামারে দলীয় কর্মীসভায় যোগ দেন অনুব্রত মণ্ডল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “এতজন জওয়ানের প্রাণ গিয়েছে। আপনার ক্ষমতা থাকে যুদ্ধ করুন। বাঙালকে হাইকোর্ট দেখাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন চীনকে উচিৎ শিক্ষা দিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর সে হিম্মত নেই।”এদিন কর্মীসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে “অপদার্থ”, “মাথা মোটা” এবং অমিত শাহকে “মাথা মোটা” বলে কটাক্ষ করেন তিনি।
অন্যদিকে রবিবার আউশগ্রাম ২ ব্লকের যমুনাদিঘি মৎসবীজ খামার প্রাঙ্গণে দলীয় কর্মী সম্মেলনে এসে অনুব্রত কর্মীদের নির্দেশ দেন বাড়ি বাড়ি ঘুরে মানুষের সমস্যার কথা শুনতে। বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে প্রচার করতে। পাশাপাশি বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে এলাকায় প্রচার করতে নির্দেশ দেন কর্মীসভায়। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল। কর্মীসভায় ডাকা হয়েছিল দলের বুথ এবং অঞ্চল সভাপতিদেরও।