২০২০ সাল সারা দেশের জন্য তো অভিশপ্ত বটেই, মুম্বইয়ের জন্য আরও বেশি করে হয়তো। সারা বিশ্বের করোনা প্রাদুর্ভাব নিউ ইয়র্কের পরে মুম্বইতেই সবচেয়ে বেশি। এসবের মধ্যেই আবার জলসঙ্কটের রক্তচক্ষু। জুন মাস শেষ হতে চলল। বর্ষা এবার সময় মতোই এসেছে। অথচ মুম্বইতে সেই মতো বৃষ্টিই হয়নি। এর মধ্যেই দেখা দিল জলসঙ্কটের ভ্রুকুটি! মুম্বইয়ের সঞ্চিত জলের ভাণ্ডার শেষ হয়ে যাবে আর মাত্র ৪২ দিনেই!
মুম্বইয়ের পানীয় জল আসে সাতটি জলাধার ও বাঁধ থেকে। এই সাতটি জলাধার হল – আপার বৈতর্ণ, মিডল বৈতর্ণ, মোদক সাগর, তানসা, ভাতসা, বিহার ও তুলসী। এই বছর এই জলাধারগুলিতে মোট ১.৫৪ লক্ষ লিটার (রবিবার পর্যন্ত) জল রয়েছে। গত বছর এই সময়ে অবশ্য মোট জলের পরিমাণ ছিল ৮৩ হাজার লিটারের কাছাকাছি। আবার ২০১৮ সালে তা ছিল মোট ধারণ ক্ষমতার ১৩ শতাংশ মতো।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন অবশ্য বলছে এতে চিন্তার কিছু নেই। এখন জলাধারের মোট ধারণ ক্ষমতার ১০.৬৮ শতাংশ জল রয়েছে। কিন্তু বিএমসির আশা, এই ৪২ দিনের মধ্যেই সব সমস্যা মিটে যাবে। যেহেতু এই বছর দেশে স্বাভাবিক বর্ষা হওয়ার পূর্বাভাস রয়েছে, সেই কারণেই এই সময়ের মধ্যেই আবার ভরে যাবে জলাধারগুলি।