উত্তরপ্রদেশের কানপুরের একটি সরকারি হোমে ৫৭ জন কিশোরীর শরীরে মিলল করোনা সংক্রমণ। তাদের মধ্যে পাঁচ কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে।উত্তরপ্রদেশ সরকার পরিচালিত ওই হোমে এক সপ্তাহে ৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে।
কানপুরের জেলাশাসক ব্রহ্মদেব তিওয়ারি জানিয়েছেন, ‘হোমের ৫৭ জন মেয়ের করোনা পজিটিভ। তাঁদের মধ্যে পাঁচজন অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বাদের মধ্যে আবার দু জন নাবালিকা এবং একজন এইচআইভি পজিটিভ। আগ্রা, এটা, কনৌজ, ফিরোজাবাজ ও কানপুরের শিশু কল্যাণ কমিটি থেকে তাদের হোমে পাঠানো হয়েছিল। হোমে আসার আগেই দু’জন অন্তঃসত্ত্বা ছিল। এ গুলি পক্সো আইনের আওতায় পড়ে। বাকি যে দু’জন কিশোরীর করোনা নেগেটিভ এসেছে, তারাও অন্তঃসত্ত্বা। তাদেরও পাঠিয়েছেল কানপুর সিডব্লিউসি।’
সপ্তাহখানেক আগে সরকারি শেলটার হোমের এক মহিলার করোনার রিপোর্ট পজিটিভ আসার পর আরও কয়েকজনের পরীক্ষা করানো হয়েছিল। ১৮ জুন সেই পরীক্ষার রিপোর্ট আসে। আরও ৩৩ জনের শরীরে মেলে করোনাভাইরাস। গত দু দিনে আরও ২৮ জন কিশোরী ওই রোগে আক্রান্ত হয়েছে।
গোটা দেশকে তাজ্জব করে দিয়েছে উত্তরপ্রদেশের এই ঘটনা। এই ঘটনায় যোগী আদিত্যনাথের সরকারের উপর তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। অপরাধকে ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।