লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে ঊর্দ্ধমুখী করোনা আক্রান্তের গ্রাফ। দেশে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে মৃত্যুও নিয়ম করে নয়া নয়া রেকর্ড গড়ছে। তাই দেশে কোনওভাবেই ক্রিকেট চালু করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি, এমনটাই মনে করেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান রাহুল দ্রাবিড়।
দ্রাবিড় জানাচ্ছেন, ‘আমাদের দেশে এখনও ক্রিকেট ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ধৈর্য ধরে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ এই মুহূর্তে। আমাদের এখন এক একটা মাস ধরে ভাবা উচিত। সবরকম বিকল্পের কথা মাথায় রাখতে হবে। আমাদের ঘরোয়া মরশুম সচরাচর অগস্ট-সেপ্টেম্বরে শুরু হয়, সেটা যদি অক্টোবরে শুরু হয় তাহলে সেটা ছোট করা যায় কিনা ভাবতে হবে।’
প্রসঙ্গত, ৪ লক্ষ ১০ হাজারেরও বেশি আক্রান্ত নিয়ে ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে করোনা আক্রান্তের নিরিখে চতুর্থস্থানে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার ঠিক পরেই স্থান ভারতের। দেশজুড়ে তিনমাসেরও বেশি সময় ধরে বন্ধ সমস্ত মেজর স্পোর্টস ইভেন্ট।